21
আমরা যারা টিমওয়ার্কে বেশী আগ্রহী তাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারন টিমওয়ার্ক মানেই সবাই নিজ নিজ দায়িত্ব সময় মতো সম্পন্ন করা, যাতে সঠিক সময়ে সঠিক লক্ষ্যে পৌছানো সম্ভব হয়। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে, মাঝে মাঝে একজনের কারনে পুরো টিমওয়ার্ক এর কাজ নষ্ট হয়ে যায়, যে সময়মতো তার দায়িত্বটি সম্পন্ন করে নাই।
Today's topic is very important for those of us who are more interested in teamwork. Because teamwork means everyone has to complete their responsibilities on time, so that it is possible to reach the right goal at the right time. But the sad truth is that sometimes the whole teamwork is ruined because of someone who has not done his job on time.
সুতরাং টিমওয়ার্কে কাজ করতে চাইলে এবং টিমওয়ার্ক এ নিজের গ্রহনযোগ্য অবস্থান তৈরী করতে চাইলে, সব সময় নিজের কাজ এবং দায়িত্ব সঠিক সময়ের মাঝে সম্পন্ন করতে হবে, যাতে সকলের নিকট আপনার বিশ্বস্ততা প্রমান করতে পারেন। আর এই জন্য দরকার, সময় নিয়ে সতর্ক অবস্থান।
So if you want to work in teamwork and create your own acceptable position in teamwork, you always have to complete your work and responsibilities in the right time, so that you can prove your loyalty to everyone. And for this you need to be careful about time.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account