12
বন্ধুরা, ইতোমধ্যে আমরা আলোচনা করেছি ভিডিও তৈরীর প্রথম ৪টি পয়েন্ট নিয়ে, আমি চেষ্টা করেছি অভিজ্ঞতার আলোকে সহজ ভাষায় বুঝানোর। আজ আমি ৫ম পয়েন্ট নিয়ে আলোচনার চেষ্টা করবো। এখানে আমার মূল উদ্দেশ্য হলো নতুন ব্যবহারকারীদের সঠিক দিক নির্দেশনা প্রদান করা।
Friends, we have already discussed the first 4 points of video making, I have tried to explain in simple language in the light of experience. Today I will try to discuss the 5th point. My main purpose here is to provide new users with the right direction.
আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, বেশীর ভাগ ক্ষেত্রে নতুন ইউজাররা অন্যের কাছ থেকে ধার করা বিষয় নিয়ে ভিডিও তৈরী চেষ্টা করে। কিন্তু আমি এটাকে সব সময় সমর্থন করি না। কারন তাহলে আমার প্রতিভার প্রকাশ হবে কিভাবে? তাই ভালো কিছু করতে হলে, আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে হবে এবং নিজের ভিডিও কিংবা টপিকের স্ক্রিপ্ট নিজেকেই লিখার চেষ্টা করতে হবে।
As I have seen in my experience, in most cases new users try to create videos on topics borrowed from others. But I don’t support it all the time. Because then how will my talent be revealed? So to do something good, you have to do research on different topics and try to write your own video or script of the topic yourself.
তাই আমি আজকের হাইলাইট করার চেষ্টা করেছি গবেষণা এবং ভিডিও স্ক্রিপ্ট সম্পর্কে। যদিও আমি আমার নিজস্ব মতামত উপস্থাপন করেছি, আপনি চাইলে আরো কিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন।
So I tried to highlight today about research and video scripts. Although I have presented my own opinion, you can share more with us if you want.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account