15
নানাভাবে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা নিজেদেরকে ছোট ভাবি, কারন আমাদের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি থাকে। কিন্তু একথা সত্য যে, আপনি যখন নিজেকে ছোট ভাবতে শুরু করবেন, তখন আপনার আত্মবিশ্বাস আরো বেশী হ্রাস পেতে থাকবে। হ্যা, হয়তো সকল ক্ষেত্রে আমরা সমানভাবে দক্ষ নই, কিন্তু তাই বলে আমি কোন দিন দক্ষতা অর্জন করতে পারবো না, এটা ভাবা মোটেও ঠিক না।
In many ways we think of ourselves as small in different cases at different times, because we lack self-confidence. But it is true that when you start to think less of yourself, your self-confidence will continue to decline. Yes, maybe we are not equally proficient in all fields, but to say that I will never be proficient is an understatement.
তাহলে আমরা কি আমাদের ছোট ভাবতে শুরু করবো, নাকি নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর চেষ্টা করবো? যদি আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে চান তবে অবশ্যই নিজের অবস্থানকে পরিবর্তন করতে হবে, নিজের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আপনি ছোট কিন্তু চিন্তা করুন আগামী কাল আপনি ছোট থাকবেন না, আপনি বড় অবস্থানে যেতে পারেন!
So will we start to think less of ourselves, or will we try to increase our self-confidence? If you want to increase your self-confidence, you must change your position, change your mentality. You are small but think tomorrow you will not be small, you can go to a bigger position!
Thanks all for watching.
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account