4
বিতর্ককে নানাভাবে আমরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সবাইকে উৎসাহ দেয়ার চেষ্টা করি। কিন্তু পরবর্তী সময়ে আমরা এটা নিয়ে বিরক্ত প্রকাশ করি। কারন সকল ক্ষেত্রে সব সময়, সকল বিষয় নিয়ে বির্তক করা যায় না কিংবা এটা মানানসই হয় না। ঠিক তেমনি ভাবে, কিছু কিছু ক্ষেত্রে নিরবতা আমাদের জন্য বিপদজনক হয়ে উঠে, তাই নিরবতাকে সম্মতির লক্ষন বলা হয়। তবে এটাও সত্য যে, কিছু ক্ষেত্রে নিরবতাকে দারুনভাবে প্রশংসা করা হয়।
In many ways we try to encourage everyone to debate. But next time we get annoyed with it. Because in all cases, all the time, not all issues can be debated or it is not appropriate. In the same way, in some cases silence becomes dangerous for us, so silence is called a sign of consent. But it is also true that in some cases silence is highly valued.
আসলে এক্ষেত্রে সঠিক অবস্থান নির্বাচন করাই কঠিন বিষয় প্রশ্নটি নয়। কারন আমরা যদি সঠিক অবস্থান নির্বাচন করতে ব্যর্থ হই, তাহলে নিরব অবস্থান যেমন আমাদের জন্য ক্ষতির কারন হবে, ঠিক তেমনি বিতর্ক করাও আমাদের জন্য ক্ষতিকর বিষয় হয়ে যাবে। সুতরাং সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারাটাই হলো বুদ্ধিমানের পরিচয়।
In fact, choosing the right position is not a difficult question. Because if we fail to choose the right position, then just as silent position will be detrimental to us, so too will arguing be detrimental to us. So being able to do the right thing at the right time is the key to being intelligent.
সুতরাং আজকের ভিডিওটিতে আমি এ বিষয়ে আমার মনোভাব প্রকাশ করার চেষ্টা করেছি। কিন্তু তারপরও বিষয়টি সর্ম্পূণভাবে আপনার উপর নির্ভর করে, আপনি নিজেকে কোথায় রাখতে চান বা নিজের অবস্থান কোথায় নিয়ে যেতে চান?
So in today’s video I have tried to express my attitude on this subject. But even then the matter is entirely up to you, where do you want to put yourself or where do you want to take your position?
Thanks all for watching.
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
![hive cover final.jpg](https://images.hive.blog/DQmdawBsTJam5ryzg4k5eudnGWjsTDsQbLa77DoGn8fP9JE/hive%20cover
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account