9
আমাদের জীবন, এখানে যেমন যন্ত্রনা থাকে, ঠিক তেমনি থাকে সুখ নামক মধুময় কিছু। কিন্তু তবুও সব কিছু কি আমরা সাভাবিকভাবে গ্রহন করতে পারি? উত্তরটি ততোটা সহজ হবে না আমি জানি, কারন সকল কিছুর উত্তর খুব সহজেই দেয়া যায় না। যাইহোক, আমি আমার মতো করে চেষ্টা করি, সকল কিছুই সাভাবিকভাবে গ্রহন করার। কারন আমার বিশ্বাস সকল কিছুর পিছনেই থাকে ভালো একটি উদ্দেশ্য, যদিও শুরুতে আমরা সেটা দেখতে পাই না।
Our life, just as there is pain here, there is something honeyed called happiness. But can we still accept everything as normal? I know the answer will not be so easy, because not everything can be answered very easily. However, I try my best, to accept everything as normal. Because I believe there is a good purpose behind everything, even though we don't see it in the beginning.
পরিস্থিতি হয়তো আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে, কিন্তু আমার বিশ্বাস যদি ঠিক থাকে, তবে আমিও ঠিক থাকবো। আর এক্ষেত্রে আমার বিশ্বাস আমাকে সাহস যোগায়, আর আমার সাহস আমাকে অনুপ্রেরণা দেয় এগিয়ে যাওয়ার। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের সাহসকে কাজে লাগাও, তুমিও ঠিক পারবে।
Circumstances may force us to think a lot, but if my beliefs are right, I will be right too. And in this case, my faith gives me courage, and my courage inspires me to move forward. Believe in yourself, use your courage, you can too.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account