1
আমরা নানা ভাবে বলার চেস্টা করি যে, পিছনে ফিরে যাওয়া যাবে না, তবে পিছনের দৃশ্যগুলোকে স্মরন করা যাবে। কারন পিছনের দিনগুলোর মাঝে ভুল থাকার বিষয়গুলোকে আমরা সংশোধন করে নিয়ে সামনের দিনগুলো যাতে আরো ভালো কিছু করতে পারি, সে প্রচেষ্টা চালানো সহজ হয়। ঠিক এই রকমভাবে আমরা চলে যাওয়া বছর কিংবা মাসগুলোর দিকে ফিরে তাকাতে পারি।
We try to say in various ways that we cannot go back, but the scenes behind us can be remembered. Because it is easier to make the effort to do better in the days ahead by correcting the mistakes in the past. This is how we can look back on the years or months that have passed.
যাইহোক, আজকের ভিডিওটিতে আমি পিছনের যন্ত্রনাময় সেই দিনগুলোর কথা স্মরন করেছি। কারন আজ এই বছরের একদম শেষ প্রান্তে এসে দাড়িয়েছি আমরা। আর আমার দৃষ্টিতে সবচেয়ে যন্ত্রনাময় এবং আতংকময় বছর ছিলো এটি। যেখানে আমাদের অধিকাংশ পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছে, আর এই ব্যর্থ বিষয়গুলোকে সামনের বছরে হয়তো নতুন করে বাস্তবায়নের প্রচেষ্টা থাকবে।
However, in today’s video I recall those painful days back then. Because today we are at the very end of this year. And it was the most painful and terrifying year in my eyes. Where most of our plans have failed and there may be efforts to re-implement these failed issues in the coming years.
Thanks all for watching.
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account