6
প্রতিটি মানুষের মাঝে কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য থাকে, এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ন সামর্থ্য হিসেবে বিবেচনা করা হয় স্মৃতিশক্তিকে। কারন ভালো স্মৃতিশক্তি আপনার সকল কাজকে সহজসাধ্য করে তুলবে এবং কোন বিষয়ে গভীর চিন্তা করা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে ভালো প্রভাব ফেলতে পারে।
Every human being has some exceptional characteristics, among which memory is considered to be the most important ability. Because good memory will make all your tasks easier and can have a good effect on thinking deeply about something and making quick decisions.
কিন্তু বর্তমান সভ্যতা এবং আধুনিক প্রযুক্তি আমাদের এই স্মৃতিশক্তিকে দারুনভাবে প্রভাবিত করছে। কারন আজকাল আমরা কোন কিছু কিংবা তথ্যের প্রয়োজন হলে সেটার জন্য ইন্টারনেটের উপর নির্ভর করছি, সেগুলোকে নিজের মাথায় কিংবা স্মৃতিতে রাখার চেষ্টা করছি না। আর এই পরিবর্তিত অভ্যাসের কারনে দিন দিন আমাদের স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে।
But today's civilization and modern technology is greatly affecting our memory. Because nowadays we rely on the internet for anything or information we need, not trying to keep them in our heads or in our memories. And because of this changed habit, our memory is declining day by day.
সুতরাং আজ আমি এই বিষয়ে পুনরায় আমার দেশীয় এবং অভিজ্ঞ ভাইকে প্রশ্ন করতে চাই। আমাদের কাংখিত অবস্থান তৈরীর জন্য এবং ভালো ও প্রখর স্মৃতিশক্তির জন্য কি করা উচিত। অথবা আমাদের স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে সহজতম উপায় কি?
So today I would like to ask my native and experienced brother @hafiz34 about this. What we should do to create the desired position and for a good and sharp memory. Or what is the easiest way to increase our memory?
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account