16
আমরা যতো ধরনের কথা বলি কিংবা শেয়ার করি, তাদের মাঝে বেশীর ভাগ শব্দ থাকে জীবন নিয়ে। কারন আমাদের বাস্তব অভিজ্ঞতা জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায়, প্রতিনিয়ত আমরা নিজেদের এবং নিজেদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করতে বাধ্য হই।
Most of the words we talk about or share are about life. Because our real experience teaches us to perceive life in a new way, we are constantly forced to change ourselves and our thoughts.
আসলে আমাদের ভাবনাগুলোর সাথে জীবনের গতির মিল খুজে পাওয়া যায় না, অধিকাংশ ক্ষেত্রে। কারন আমাদের ভাবনা অনুযায়ী জীবন কখনো সোজা হয় না, বরং নানা ধরনের প্রতিকূলতা পাড়ি দিয়ে, আকা বাঁকা পথ পেরিয়ে চলতে হয়। নানা ধরনের বাধার সাথে লড়াই করতে হবে আমাদের। আর এই ক্ষেত্রে যতক্ষন আপনি নিজের উপর আস্থা রাখতে পারবেন, ততক্ষন আপনি জীবনের গতির সাথে এগিয়ে যেতে সক্ষম হবেন।
In fact, the speed of life cannot be matched with our thoughts, in most cases. Because according to our thinking, life is never straight, but we have to go through all kinds of adversities and cross the crooked path. We have to fight against various obstacles. And in this case, as long as you can have confidence in yourself, you will be able to move forward with the pace of life.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account