18
Many of us expect something good and try hard enough for it. But still we often fail to achieve the desired result. The only reason for this is not to try the right rules. So in any case, it is important to work in the right way to achieve the desired result.
আমরা অনেকেই ভালো কিছুর প্রত্যাশা করি এবং তার জন্য যথেষ্ট পরিমানে চেষ্টাও করি। কিন্তু তবুও আমরা অনেক সময় কাংখিত ফলাফল অর্জনে ব্যর্থ হই। এর একমাত্র কারন হলো সঠিক নিয়মে চেষ্টা না করা। সুতরাং যে কোন ক্ষেত্রে কাংখিত ফলাফল অর্জনের ক্ষেত্রে সঠিক নিয়মে কাজ করাটা জরুরী।
For those who are expecting something good through videography, this is my continuous initiative. I have already tried to give advice by making 3 more videos. Today I will give one more new suggestion, this is our video making topic. Because the topic is called the main attraction of a video.
যারা ভিডিওগ্রাফির মাধ্যমে ভালো কিছুর প্রত্যাশা করছেন, তাদের জন্য আমার এই ধারাবাহিক উদ্যোগ। ইতিপূর্বে আমি আরো ৩টি ভিডিও তৈরীর মাধ্যমে পরামর্শ দেয়ার চেষ্টা করেছি। আজ আরো একটি নতুন পরামর্শ দিবো, এটি হলো আমাদের ভিডিও তৈরীর টপিক। কারন টপিককে বলা হয় একটি ভিডিওর মূল আকর্ষন।
So in today’s video I have tried to give some advice on topic selection. Hopefully this will make your job easier.
সুতরাং আজকের ভিডিওটিতে আমি টপিক নির্বাচনের ক্ষেত্রে কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করেছি। আশা করছি এটা আপনাদের কাজকে সহজ করে তুলবে।
Thanks all for watching.
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account